ঝালকাঠীর কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের গতোকাল বৃহস্পতিবার রাতে কাঠালিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তরিকুল ইসলাম স্বজল (২৮) নামের এক মাদক কারবারির বসত ঘর থেকে ৩৫২৭ পিচ ইয়াবা সহ আটক করা হয়েছে। কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো: মুরাদ আলীর নেতৃত্বে এস আই কে এম রিয়াজ রহমান, এস আই মাহমুদুল হাসান মিল্টন, এস আই সেলিম রেজা, এস আই লাইজু সুলতানা, এ এস আই সজল, এ এস আই মঞ্জুর ইসলাম, এ এস আই সোলায়মান অভিযান পরিচালনা করেন। উল্লেখ মাদক কারবারি ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মৃত্যু আ: বারেক হাওলাদারের ছোট ছেলে। কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো: মুরাদ আলী জানান, আমাদের মাদকের অভিযান গতোকাল রাত সাড়ে ১১ টা থেকে চলমান রেয়েছে।
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ৩৫২৭ পিচ ইয়াবা সহ মাদক কারবারি আটক
-
আসাদুজ্জামান সোহাগ,ঝালকাঠি
- আপডেট সময় : ০১:৩৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
- 142
জনপ্রিয় সংবাদ