জাতীয় ভোটার দিবস’২৩ উপলক্ষে বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা চত্বরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন, কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এমএম আনছার আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, আইসিটি কর্মকতা আলমঙ্গীর হোসেন, উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ, সাধারণ নাগরিক ও গণমাধ্যমকর্মীগণ।
এ সময় নতুন ভোটার নিবন্ধন, নাম সংশোধন, বিভিন্ন তথ্য উপাত্তনির্ভর দিক নির্দেশনা প্রদান করেন ভেড়ামারা উপজেলা নির্বাচন অফিসার ফাতেমা খাতুন।