প্রমোদতরী ‘এম ভি গঙ্গা বিলাস’ পর্যটকদের নিয়ে টানা ১৫দিন বাংলাদেশ ভ্রমন শেষে ভারতের উদ্দেশ্যে চিলমারী বন্দর ছেড়ে গেছে। ১৭ ফেব্রুয়ারী সকাল ৭টায় চিলমারী নদী বন্দর থেকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রমোদতরিটি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র দই খাওয়া-চিলমারী নৌরুটের প্রধান পাইলট মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৫ ফেব্রুয়ারী চিলমারী নদী বন্দরে নোঙ্গর করেছিল ভারতীয় প্রমোদতরি ‘এম ভি গঙ্গা বিলাস’। ওইদিন সন্ধ্যায় প্রমোদতরিটি বিদেশী পর্যটকদের নিয়ে চিলমারী বন্দরে নোঙর করে। এর পরেরদিন ১৬ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত পর্যটকরা রংপুর অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। দর্শনীয় স্থান পরিদর্শন শেষে আবারও চিলমারী ফিরে গঙ্গা বিলাসে রাত্রি যাপন করেন পর্যটকরা।
বিআইডব্লিউটিএ কতৃপক্ষ সূত্রে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত নদী পথে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পাড়ি দেবে বিশ্বের সবচেয়ে দীর্ঘযাত্রার প্রমোদতরি গঙ্গা বিলাস। তিনটি ডেকসহ এমভি গঙ্গা বিলাস দৈর্ঘ্যে ৬২ মিটার লম্বা ও প্রস্থে ১২ মিটার। এর ২৮টি বিলাসবহুল কামরায় সুইজারল্যান্ডের ২৭ জন এবং জার্মানির ১ জন ভ্রমণ করছেন। এই যাত্রা পথে সময় লাগবে ৫১দিন।