চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরু ও দুটি ছাগলের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।আজ ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলায় নাটুদা ইউনিয়নের বোয়ালমারী পশ্চিম পাড়ার জহিরুল ইসলামের গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে।
জহিরুল একই এলাকার কৃষক আলালের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়াল ঘরের ভিতরে মশার কয়েল জ্বালান জহিরুল। ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে চারটি জার্সি গরু, দুটি ছাগলসহ গোয়াল ঘরটি পুড়ে শেষ হয়ে গেছে।
শেষ সম্ভল হারিয়ে সহায় সম্ভলহীন হয়ে পড়েছে জহিরুল ইসলামের পরিবার। তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়ে গেছে।
জহিরুল বলেন, ‘চাষাবাদ করে ছয়জনের পরিবার নিয়ে অভাবের সংসার আমার। গরু ও ছাগলগুলো মারা যাওয়ায় আমি একদম নিঃস্ব হয়ে গেছি।’ আমার পক্ষে আর সচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। বলেই কান্নায় ভেঙ্গে পড়েন।
খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার রোকসানা মিতা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় মশার কয়েল থেকে গোয়ালঘরে আগুন,পুড়লো ৬ গরু-ছাগল
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- 73
জনপ্রিয় সংবাদ