ছাতকের জাউয়া বাজার ব্যবসায়ি সমিতির কার্যকরি কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়। শুক্রবার ১০ মার্চ এ নির্বাচন অনুষ্টিত হয়।
৯ টি পদের কার্যকরি কমিটির নির্বাচনে সভাপতি পদে নূর মিয়া (চাকা প্রতীক) ৩’শ ০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আজাদ মিয়া (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১’শ ৮০ভোট।
সহ-সভাপতি পদে ইউপি সদস্য, আলমগীর হোসেন (আনারস প্রতীক) ২’শ ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাসুক মিয়া (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১’শ ১৬ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে কামাল উদ্দিন (চেয়ার প্রতীক) ৩’শ ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী কবির আহমদ (ছাতা প্রতীক) প্রাপ্ত ভোট ১’শ ৩৬। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাওলানা জুনেদ আহমদ (দেয়াল ঘড়ি প্রতীক) ২’শ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী শোয়াইবুর রহমান শুয়েব (টিউবওয়েল প্রতীক) প্রাপ্ত ভোট সংখ্যা ১শ’ ১৪।
সাংগঠনিক সম্পাদক পদে এস, এ, শামিম (কাপ-পিরিচ প্রতীক) ২শ’ ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি সুয়েব মিয়া তালুকদার (কলস প্রতীক) প্রাপ্ত ভোট ২শ’ ১৪।
কোষাধ্যক্ষ পদে শোয়েব আহমদ (হরিণ প্রতীক) ২শ’ ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী নাছির উদ্দিন (মই প্রতীক) প্রাপ্ত ভোট সংখ্যা ২শ’ ৪২।
সদস্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নাছির উদ্দিন, সিরাজুল ইসলাম ও মাওলানা তহুর আহমদ নির্বাচিত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের সময় বিরতি রেখে সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্টিত হয়। উপজেলার জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম মিসবাহুজ্জামান শিলু, সাউথ ওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ’র প্রিন্সিপাল মাহমুদ আলী। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জাউয়া বাজার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক নাজমুল হক। এদিকে জাউয়া বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি নুর মিয়া নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ছাতক-দোয়ারা সুনামগঞ্জ(৫) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি শামীম আহমদ চৌধুরী নবনির্বাচিত সভাপতি নুর মিয়াকে অভিনন্দন জানিয়েছেন।