“ভূমিসেবা সপ্তাহ ২০২৩” উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এবারের প্রতিপাদ্য “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”। সোমবার সকাল ১০টায় সেবা সপ্তাহ উদযাপনের লক্ষে জেলা প্রশাসনের কার্যালয় হতে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্মার্ট ভূমি সেবা প্রদানের লক্ষে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল হাসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা,অতিরিক্ত পুলিশ সুপার আবিদুর রহমান (সদর সার্কেল), মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন ,গান্না ইউনিয়নের চেয়ারম্যান মাসুম বক্তব্য রাখেন।
আলোচনার সভার উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন শারমীন সুলতানা (এসিল্যান্ড) ঝিনাইদহ সদর ।এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ,সাংবাদিকগণ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ র্যালি আলোচনা সভায় উপস্থিত ছিলেন।