ডিজিটাল পদ্ধতি ও যুগোপযোগী আইনের চালু হলে ভূমি সংক্রান্ত বিরোধ কমে আসবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বললেন, সবার অধিকার নিশ্চিত করতে একটি কার্যকরী পদ্ধতি চালুর চেষ্টা করছে সরকার।
বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর ব্রাক ইন সেন্টারে ভূমি ব্যবস্থাপনার সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার নিয়ে আলোচনায় তিনি এ কথা জানান।
উল্লেখ্য, দেশের আদালতগুলোতে মামলার অর্ধেকেরও বেশি ভূমি সংক্রান্ত। জাল দলিল, বেনামে খারিজ, জবর দখলসহ নানা অনিয়ম আর এ সংক্রান্ত ভোগান্তি ঠেকাতে জনবান্ধব এ আইন, বলছে ভূমি মন্ত্রণালয়। ভূমি সচিব মোস্তাফিজুর রহমান বলছেন, ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশনের মাধ্যমে কমে আসবে বিরোধ।
তবে আইন করার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিতেও আলোচনায় বক্তারা তাগিয়ে দিয়েছেন।
এদিকে, আসছে পহেলা বৈশাখ থেকে বাধ্যতামূলকভাবে শতভাগ অনলাইনে ভূমির খাজনা পরিশোধের পদ্ধতি চালু করা হচ্ছে।
সংবাদ শিরোনাম ::
ডিজিটাল পদ্ধতি চালু হলে ভূমি সংক্রান্ত বিরোধ কমবে: ভূমিমন্ত্রী
-
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- 69
জনপ্রিয় সংবাদ