আমিরাতের দুবাইসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থপাচার হচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
আজ সোমবার ঢাকায় এক সেমিনারে বক্তৃতাকালে তিনি বলেন, ‘এখন যে কেউ সহজেই আন্ডার এবং ওভার-ইনভয়েসিংসহ বিভিন্ন উপায়ে বিদেশে অর্থপাচার করতে পারে। এটা কঠোরভাবে বন্ধ করা উচিত।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ‘রাজস্ব সম্মেলন-২০২৩’ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ কাস্টমস: চ্যারিয়ট অব স্মার্ট বাংলাদেশ বিল্ডিং’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে।
মন্ত্রী বলেন, দেশ থেকে অর্থপাচার রোধে এনবিআর কর্মকর্তাদের ব্যবস্থা নিতে হবে।
রাজ্জাক অবশ্য বলেন, বাংলাদেশে আগের বছরের তুলনায় রাজস্ব অনেক বেড়ে গেলেও কর-জিডিপি অনুপাতের তুলনায় তা খুবই কম।
তিনি আরও বলেন, এই অনুপাত বাড়াতে হবে। আয়কর আদায়ে আমরা এখনো সফল হতে পারিনি। তাই রাজস্ব বিভাগের সক্ষমতা ও দক্ষতাও বাড়াতে হবে।
সংবাদ শিরোনাম ::
দুবাই কানাডাসহ বিভিন্ন দেশে বিপুল পরিমাণ অর্থপাচার হচ্ছে: কৃষিমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৬:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- 67
ট্যাগস :
আইন-আপরাধ
জনপ্রিয় সংবাদ