বগুড়ার ধুনটে অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ জাফর আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জাফর আলী শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
ধুনট থানার এস আই রুহুল আমিন জানায়, বৃহস্পতিবার রাত ৮টায় ধুনট সদর ইউনিয়ন পরিষদ এলাকায় ফোর ষ্টার ব্রিকস্ ফিল্ডের সামনে চালাপাড়া গামী কাঁচা রাস্তার পাশে মাদক কেনাবেচা হচ্ছে মর্মে সংবাদ পায়। পরে সেখানে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জাফর আলীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এ সংক্রান্ত ধুনট থানায় মাদক দ্রব্য আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।