ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ধুনটে পুকুরে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

  • সুমন হোসেন
  • আপডেট সময় : ০৮:২৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • 137
 বগুড়ার ধুনটে পুকুরে ডুবে আলমগীর হোসেন ওরফে আলম পাগলা (৪৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
১২ মে শুক্রবার সকাল ১১টার দিকে  উপজেলার ছোট এলাঙ্গী গ্রামের আবুল হোসেন খোকার পুকুরের পানি থেকে আলমের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত আলম ওই ইউনিয়নের খোকশাহাটা গ্রামের আবুল হোসেন প্রামাণিকের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর রাতের কোনো একসময় পুকুরে ডুবে তার মৃত্যু হয় বলে ধারনা করছেন স্থানীয়রা। আলম প্রায়ই পুকুরের পানিতে নেমে ২/৩ ঘন্টা ভিজে থাকতো। পানিতে নেমে থাকা দীর্ঘদিনের অভ্যাসগত কারনেও ঝড়ের সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলেও স্থানীয়রা মনে করেন।
এলাকায় আলম পাগলা নামে পরিচিতি হলেও মূলত সে জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলো। মানসিক ভারসাম্যহীনভাবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো বলে তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলমের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আলমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধুনটে পুকুরে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

আপডেট সময় : ০৮:২৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
 বগুড়ার ধুনটে পুকুরে ডুবে আলমগীর হোসেন ওরফে আলম পাগলা (৪৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
১২ মে শুক্রবার সকাল ১১টার দিকে  উপজেলার ছোট এলাঙ্গী গ্রামের আবুল হোসেন খোকার পুকুরের পানি থেকে আলমের ভাসমান মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত আলম ওই ইউনিয়নের খোকশাহাটা গ্রামের আবুল হোসেন প্রামাণিকের ছেলে।
জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার পর রাতের কোনো একসময় পুকুরে ডুবে তার মৃত্যু হয় বলে ধারনা করছেন স্থানীয়রা। আলম প্রায়ই পুকুরের পানিতে নেমে ২/৩ ঘন্টা ভিজে থাকতো। পানিতে নেমে থাকা দীর্ঘদিনের অভ্যাসগত কারনেও ঝড়ের সময় এমন দুর্ঘটনা ঘটতে পারে বলেও স্থানীয়রা মনে করেন।
এলাকায় আলম পাগলা নামে পরিচিতি হলেও মূলত সে জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলো। মানসিক ভারসাম্যহীনভাবে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো বলে তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক।
ধুনট থানার ওসি রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলমের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আলমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।