প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এবার সারা দেশের জন্য একযোগে নিয়োগ বিজ্ঞপ্তি নয়, প্রকাশ করা হয়েছে তিনটি বিভাগের জন্য। এবারের বিজ্ঞপ্তিতে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের স্থায়ী নাগরিকরা আবেদন করার সুযোগ পাচ্ছেন।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি আনুযায়ী, আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে মার্চের ১০ তারিখ থেকে। শেষ হবে মার্চের ২৪ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটে। বিজ্ঞপ্তিতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি।
এবারের নিয়োগে বয়সের ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। বলা হয়েছে, মার্চের ২৪ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে নূন্যতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩০ বৎসর। মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে নূন্যতম ও সর্বোচ্চ বয়স হবে ২১ থেকে ৩২ বছর। তবে সরকারের জারি করা স্মারক মোতাবেক, ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমা মধ্যে ছিল তারাও আবেদন করতে পারবেন।
সংবাদ শিরোনাম ::
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করা যাবে তিন বিভাগ থেকে
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:২১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- 100
জনপ্রিয় সংবাদ