বরগুনা সদর ২নং গৌরীচন্না ইউনিয়নের কালাইমুতাফাত গ্রামের চতুর্থ শ্রেনীর ছাত্রী লিমা (১০) নামের এক কিশোরী বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে।
নিহতের বাবা আব্দুল আলিম বলেন, শুক্রবার (৫মে ২৩) সকালে মেয়ে টিভি দেখছিলো, আমি বলছি টিভি দেখা রেখে মায়ের সাথে ক্ষেতের ডাল তুলতে যাও, তখন আমার মেয়ে বলে টিভিতে সিরিয়াল দেখবো তাই ডাল তুলতে পারবো না।
ডাল তুলতে না যাওয়ায় আমি মেয়েকে গালাগালি করি এবং টিভির রিমোট ভেঙ্গে ফেলে কাজের উদ্দেশ্যে চলে যাই, দুপুরে বাড়ি ফিরে শুনি আমার মেয়ে আর নাই।
স্থানীয়রা জানান, টিভি দেখতে নিষেধ করায় বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে লিমা।
বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
সংবাদ শিরোনাম ::
বরগুনায় বাবার সাথে অভিমান করে মেয়ের আত্মহত্যা
-
শাওন মিয়াজী,বরগুনা
- আপডেট সময় : ১১:১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- 155
জনপ্রিয় সংবাদ