বরগুনায় মাদকসহ বরখাস্ত হওয়া একজন পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি পুলিশ)।
শনিবার বেলা ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকা থেকে মাদকসহ ওই পুলিশ সদস্য কে আটক করে ডিবি পুলিশ। আটককৃত ওই পুলিশ সদস্য আমড়াঝুড়ি এলাকার আলো শিকদারের ছেলে কাওসার শিকদার। কাওসার শিকদার বরখাস্ত হওয়ার পূর্বে বরিশাল জেলা পুলিশের সাথে যুক্ত ছিলেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খানের নেতৃত্বে এসআই জাহিদুল ইসলাম অভিযান পরিচালনা করেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্য কাওসারকে আমড়াঝুড়ি এলাকায় তার বাড়ির সামনে থেকে আটক করে। এসময় কাওসারের সাথে থাকা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ০২ কেজি গাজা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশের চাকরির আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিলো বরখাস্ত হওয়া এই পুলিশ সদস্য।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা(ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ০২কেজি গাজাসহ কাওসারকে আটক করতে সক্ষম হই। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ শিরোনাম ::
বরগুনায় মাদকসহ বরখাস্ত পুলিশ কর্মকর্তা আটক
-
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৫১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
- 94
জনপ্রিয় সংবাদ