রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী বোট ডুবির ঘটনায় ২জনের মৃত্যু ও ৩ জন আহত হয়েছেন । এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: আরিফুল আমিন বাসসকে জানান, জয়পুরহাট জেলা থেকে রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকের একটি গ্রুপ আজ সোমবার সন্ধ্যায় পর্যটন ঝুলন্ত ব্রীজ দেখে ফেরার পথে ডিসি বাংলো এলাকায় এলে এ বোট ডুবির ঘটনা ঘটে।
তিনি বাসসকে আরো জানান, টুরিস্ট বোটে মহিলা ও শিশুসহ প্রায় ৫৬ জন পর্যটক ছিল।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধার করা পর্যটকদের মধ্যে দুইজন নারী মারা গেছেন। আর বোটে থাকা অন্য পর্যটকদের উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা: বিপাশ খীসা জানান, পর্যটকবাহী বোট ডুবির ঘটনায় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মোট ৫ জনকে জরুরী বিভাগে আনা হয়েছিল, তার মধ্যে দুইজন মহিলাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, বাকি ৩ জনের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা সংকটাপন্ন ।
আগত পর্যটকেরা সবাই জয়পুর হাট জেলার পাঁচ বিবির বাসিন্দা বলে জানা গেছে।
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পর্যটকবাহী বোট ডুবিতে ২ জনের মৃত্যু
-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
- 71
জনপ্রিয় সংবাদ