রাজধানীর মিরপুরে একটি সেমিনার থেকে জামায়াত সদস্য সন্দেহে ৬০-৭০ জনকে আটক করেছে পুলিশ। জানা যায, মিরপুর এলাকায় গ্লাসী চাইনিজ কনভেনশন সেন্টারে জামায়াত নেতাকর্মীদের বৈঠকের খবর পেয়ে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বেশ কয়েকজন জামায়াত নেতাকর্মীকে আটক করার খবর পাওয়া গেছে।
শনিবার (১১ মার্চ) রাতে মিরপুর-১ এ ক্যাপিটাল মার্কেটের ওই কনভেনশন সেন্টারে জামায়াত নেতাকর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ।
দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতের বৈঠকের বিষয়ে জানতে পারি। পরে রাত ৮টায় অভিযান চালানো হয়। অভিযান চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।
দারুস সালাম থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ওই রেস্টুরেন্টে জামায়াতের ব্যানারে কোনো প্রোগ্রাম ছিল না। কিন্তু আলোচনা সভাটির আয়োজনে জামায়াতের নেতা-কর্মীরাই যুক্ত ছিলেন। এমন খবরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেখানে অভিযানে যায় পুলিশ। সেখান থেকে ৬০ থেকে ৭০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে জামায়াতের বেশ কয়েকজন নেতা-কর্মী রয়েছেন, যারা বিভিন্ন মামলার আসামি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংবাদ শিরোনাম ::
রাজধানীর মিরপুরে জামায়াত সদস্য সন্দেহে আটক ৬০
-
নাহিদ হাসান(সবুজ)
- আপডেট সময় : ১১:০৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- 78
জনপ্রিয় সংবাদ