নাথান লায়নের ৮ উইকেট শিকারের সুবাদে ভারতের মাটিতে টেস্ট জয়ের দূর্লভ মুহূর্তের সামনে দাঁড়িয়ে এখন অস্ট্রেলিয়া। ইনদোরে ৩য় টেস্টের প্রথমদিনে খুবই নড়বড়ে ছিল স্বাগতিক ভারতের ব্যাটিং, প্রথম ইনিংসে মাত্র ১০৯ রানে অলআউট হয় রোহিত শর্মার দল। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে অজিরা। তাদের দেয়া ৮৮ রানের লিড পেরিয়ে মাত্র ৭৬ রান তুলতেই সব উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
বৃহস্পতিবার (২ মার্চ) ইনদোর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনের প্রথম এক ঘণ্টা বেশ স্বাচ্ছন্দ্যেই পার করেছিল অস্ট্রেলিয়া। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার পিটার হ্যান্ডসকম্ব ও ক্যামেরুন গ্রিন ছিল পিচে। স্কোরবোর্ডে যখন ৪ উইকেটে ১৮৬ রান, তখনই শুরু হয় অজি ব্যাটারদের ছন্দপতন। ১৯ রান করা হ্যান্ডসকম্বকে ফিরিয়ে দিনের প্রথম আক্রমণটি করেন অশ্বিন। এ জুটি ভাঙার পরই ম্যাচে ফেরে ভারত।
সেই সাথে শুরু হয় অজি ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। একে একে সাজঘরের পথ ধরেন গ্রিন (২১), মিচেল স্টার্ক (১), অ্যালেক্স ক্যারে (৩), টড মার্ফি (০) আর নাথান লিয়ন (৫)। শেষ পর্যন্ত ১৯৭ রানে গিয়ে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
জাদেজা আগের দিনই ৪ উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় দিনে ৩টি করে উইকেট নিজের নামের পাশে যোগ করেন অশ্বিন আর উমেশ। ৮৮ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে স্বাগতিকরা।
কিন্তু, ৮৮ রানের লিড পেরোনোর লক্ষ্য নিয়ে ২য় ইনিংসে ব্যাট করতে নামা ভারত ৮৮ রানের আগেই হারিয়ে বসে ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনকেই ফিরিয়েছেন নাথান লায়ন।
এরপর, অভিজ্ঞ ও পরীক্ষিত ব্যাটার চেতেশ্বর পূজারা একপাশ আগলে রেখে সাক্ষী হন নিয়মিত বিরতিতে সতীর্থদের সাজঘরে ফেরার দৃশ্যের। এ ইনিংসেও ব্যর্থ ভিরাট কোহলি। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়া ম্যাথু কুনেহানের বলে মাত্র ১৩ রানে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। এরপর কেবলমাত্র শ্রেয়াস আইয়ার ২৬ রান করেছেন। বাকি সবাই ফিরে যান দুই অঙ্কে পৌঁছানোর আগেই।
শেষদিকে নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে থাকা আকষার প্যাটেলকে হিট করে খেলার ইঙ্গিত দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি সেভাবে চেষ্টাও করেছিলেন। কিন্তু অন্যপ্রান্তে থাকা কেউই তাকে দিতে পারেননি উপযুক্ত সঙ্গ। ফলে স্বাগতিকদের ইনিংস থামে ১৬৩ রানে।
শুক্রবার (৩ মার্চ) ৭৬ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট হাতে নামবে মাইটি অজিরা।
সংবাদ শিরোনাম ::
লায়ন তাণ্ডবে বিধ্বস্ত ভারত, অজিদের লক্ষ্য ৭৬ রান
- স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০৮:০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- 72
INDORE, INDIA - MARCH 02: Steve Smith of Australia celebrates taking a catch to dismiss Cheteshwar Pujara of India during day two of the Third Test match in the series between India and Australia at Holkare Cricket Stadium on March 02, 2023 in Indore, India. (Photo by Robert Cianflone/Getty Images)
জনপ্রিয় সংবাদ