ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কয়লা খনি নিয়ে বিরোধে পাকিস্তানে উপজাতিদের সংঘর্ষ, নিহত ১৫

কয়লা খনির সীমানা নিয়ে বিরোধের জেরে পাকিস্তানের পেশাওয়ারে দুই উপজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, পেশাওয়ার শহর থেকে ৩৫ কিলোমিটার থেকে দূরের দারা আদম খেক এলাকায় সানিখেল ও যারগুনখেল উপজাতিদের মধ্যে কয়লা খনির সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের পেশাওয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, সংঘর্ষে উভয়পক্ষের লোকজনই হতাহত হয়েছেন। সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ ঘটনায় দারা আদম খেল থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
গত কয়েক বছর ধরেই কয়লা খনি নিয়ে সানিখেল ও যারগুনখেল উপজাতিদের মধ্যে বিরোধ চলছে। স্থানীয়ভাবে এই বিরোধের সমাধানের চেষ্টা করলেও, তা আর সম্ভব হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কয়লা খনি নিয়ে বিরোধে পাকিস্তানে উপজাতিদের সংঘর্ষ, নিহত ১৫

আপডেট সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩

কয়লা খনির সীমানা নিয়ে বিরোধের জেরে পাকিস্তানের পেশাওয়ারে দুই উপজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, পেশাওয়ার শহর থেকে ৩৫ কিলোমিটার থেকে দূরের দারা আদম খেক এলাকায় সানিখেল ও যারগুনখেল উপজাতিদের মধ্যে কয়লা খনির সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের পেশাওয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, সংঘর্ষে উভয়পক্ষের লোকজনই হতাহত হয়েছেন। সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ ঘটনায় দারা আদম খেল থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
গত কয়েক বছর ধরেই কয়লা খনি নিয়ে সানিখেল ও যারগুনখেল উপজাতিদের মধ্যে বিরোধ চলছে। স্থানীয়ভাবে এই বিরোধের সমাধানের চেষ্টা করলেও, তা আর সম্ভব হয়নি।