ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কাদায় জ্বলছে আগুন!

কাদায় জ্বলছে আগুন!

কক্সবাজারের পেকুয়ায় লবণমাঠের পানি চলাচলের খাল শুকিয়ে গেছে দুইদিন আগে। খালে একটু একটু কাদামিশ্রিত পানি রয়েছে। আর ওই পানিতে আগুন দিলে জ্বলে উঠে আগুন। এমন অদ্ভুত কাণ্ডের দেখা মিলেছে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়া এলাকায়।

কাদাপানিতে আগুন জ্বলছে কিংবা গ্যাসের সন্ধান পাওয়া গেছে এমন খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দেখতে ভিড় করছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এমন দৃশ্যের দেখা মিলেছে।

স্থানীয় নুরুল আবছার বলেন, প্রায় ত্রিশ বছর আগে এ জায়গায় পানিতে বুদবুদ করতে দেখেছি। পানিতে সবসময় বুদবুদ করে। তবে চার-পাঁচটি জায়গায় এ ধরনের দৃশ্য চোখে পড়েছে। এখন দেখলাম কাদা পানিতে আগুন দিলে জ্বলে উঠে। আমাদের ধারণা তেল কিংবা গ্যাসের সন্ধান মিলবে এখানে।

স্থানীয় আবদুল মান্নান বলেন, অনেকদিন ধরে দেখছি পানি চলাচল এ খালে দুইটি স্পটে পানিতে বুদবুদ করতে। এখন খালে পানি নেই। সোমবার সকাল ১১টার দিকে যে জায়গায় বুদবুদ হচ্ছিল সেখানে একটি পলিথিনে আগুন দিলে বুদবুদের জায়গায় কাদামিশ্রিত পানিতে আগুন ধরে যায়। পরে এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক মানুষ দেখতে এখানে জড়ো হচ্ছে। গ্যাসের কারণে এমনটি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, রাজাখালীর মাতবর পাড়া হাজ্বি মার্কেটের দক্ষিণ পাশে রিয়াজ উদ্দিনের বাড়ি সংলগ্ন লবণমাঠের পানি চলাচল খালের মাঝপথে পানিতে বুদবুদ করছে। খালে পানি নেই।

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি এখন শুনলাম। ইউপির চেয়ারম্যানের সাথে কথা বলে পরিদর্শনে যাব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাদায় জ্বলছে আগুন!

আপডেট সময় : ০৯:১৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

কক্সবাজারের পেকুয়ায় লবণমাঠের পানি চলাচলের খাল শুকিয়ে গেছে দুইদিন আগে। খালে একটু একটু কাদামিশ্রিত পানি রয়েছে। আর ওই পানিতে আগুন দিলে জ্বলে উঠে আগুন। এমন অদ্ভুত কাণ্ডের দেখা মিলেছে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়া এলাকায়।

কাদাপানিতে আগুন জ্বলছে কিংবা গ্যাসের সন্ধান পাওয়া গেছে এমন খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা দেখতে ভিড় করছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এমন দৃশ্যের দেখা মিলেছে।

স্থানীয় নুরুল আবছার বলেন, প্রায় ত্রিশ বছর আগে এ জায়গায় পানিতে বুদবুদ করতে দেখেছি। পানিতে সবসময় বুদবুদ করে। তবে চার-পাঁচটি জায়গায় এ ধরনের দৃশ্য চোখে পড়েছে। এখন দেখলাম কাদা পানিতে আগুন দিলে জ্বলে উঠে। আমাদের ধারণা তেল কিংবা গ্যাসের সন্ধান মিলবে এখানে।

স্থানীয় আবদুল মান্নান বলেন, অনেকদিন ধরে দেখছি পানি চলাচল এ খালে দুইটি স্পটে পানিতে বুদবুদ করতে। এখন খালে পানি নেই। সোমবার সকাল ১১টার দিকে যে জায়গায় বুদবুদ হচ্ছিল সেখানে একটি পলিথিনে আগুন দিলে বুদবুদের জায়গায় কাদামিশ্রিত পানিতে আগুন ধরে যায়। পরে এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক মানুষ দেখতে এখানে জড়ো হচ্ছে। গ্যাসের কারণে এমনটি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, রাজাখালীর মাতবর পাড়া হাজ্বি মার্কেটের দক্ষিণ পাশে রিয়াজ উদ্দিনের বাড়ি সংলগ্ন লবণমাঠের পানি চলাচল খালের মাঝপথে পানিতে বুদবুদ করছে। খালে পানি নেই।

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি এখন শুনলাম। ইউপির চেয়ারম্যানের সাথে কথা বলে পরিদর্শনে যাব।