ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৫ মাস সাজাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় এক নাগরিক

  • হাসেম রাজ
  • আপডেট সময় : ১০:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
  • 65

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৫ মাস  কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরলেন নাসির শেখ (৪৫) নামে এক ভারতীয় নাগরিক নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্মমনগর গ্রামের সাত্তার শেখের ছেলে। শনিবার (৬ মে) দুপুরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আবু নাঈম জানান, ভারতের নাগরিক নাসির শেখকে বাংলাদেশের মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামের মাঠ থেকে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি বিজিবি-৬ ব্যাটেলিয়নের সদস্যরা আটক করেন। এ সময় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালতের বিজ্ঞ বিচারক তাকে দুমাসের কারাদণ্ড দেন। কিন্তু তার কাগজপত্র তৈরি না হওয়ায় তাকে আরও ১৩ মাস মেহেরপুর জেলা কারাগারে বন্দি থাকতে হয়। এভাবে১৫ মাসের কারাভোগ শেষে তাকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে তার আপন ভাই সিরাজ শেখ ও তার গ্রাম পঞ্চায়েত সদস্য সফি উদ্দিন শেখের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা থানার এসআই টিপু সুলতান, বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর আলম এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার সাব ইন্সপেক্টর উত্তম কুমার সরকার, গেদে চেকপোস্টের বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী নাগেন্দ্র পাল, গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে, গেদে কাস্টমসের অজয় নারায়ণ রায়, ডিআইবি কৃষ্ণগঞ্জ থানা এসআই বাসুদেব ঘোষ এবং মানবাধিকার কর্মী চিত্তরঞ্জন পাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৫ মাস সাজাভোগ শেষে দেশে ফিরলেন ভারতীয় এক নাগরিক

আপডেট সময় : ১০:৪৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৫ মাস  কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরলেন নাসির শেখ (৪৫) নামে এক ভারতীয় নাগরিক নাসির শেখ ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্মমনগর গ্রামের সাত্তার শেখের ছেলে। শনিবার (৬ মে) দুপুরে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই আবু নাঈম জানান, ভারতের নাগরিক নাসির শেখকে বাংলাদেশের মেহেরপুর জেলার আনন্দবাস গ্রামের মাঠ থেকে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি বিজিবি-৬ ব্যাটেলিয়নের সদস্যরা আটক করেন। এ সময় তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় আদালতের বিজ্ঞ বিচারক তাকে দুমাসের কারাদণ্ড দেন। কিন্তু তার কাগজপত্র তৈরি না হওয়ায় তাকে আরও ১৩ মাস মেহেরপুর জেলা কারাগারে বন্দি থাকতে হয়। এভাবে১৫ মাসের কারাভোগ শেষে তাকে দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে তার আপন ভাই সিরাজ শেখ ও তার গ্রাম পঞ্চায়েত সদস্য সফি উদ্দিন শেখের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা থানার এসআই টিপু সুলতান, বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর আলম এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার সাব ইন্সপেক্টর উত্তম কুমার সরকার, গেদে চেকপোস্টের বিএসএফ ক্যাম্প কমান্ডার শ্রী নাগেন্দ্র পাল, গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে, গেদে কাস্টমসের অজয় নারায়ণ রায়, ডিআইবি কৃষ্ণগঞ্জ থানা এসআই বাসুদেব ঘোষ এবং মানবাধিকার কর্মী চিত্তরঞ্জন পাল।