কয়লা খনির সীমানা নিয়ে বিরোধের জেরে পাকিস্তানের পেশাওয়ারে দুই উপজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে ডনের প্রতিবেদনে বলা হয়, পেশাওয়ার শহর থেকে ৩৫ কিলোমিটার থেকে দূরের দারা আদম খেক এলাকায় সানিখেল ও যারগুনখেল উপজাতিদের মধ্যে কয়লা খনির সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহতদের পেশাওয়ার হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি।
পুলিশ জানায়, সংঘর্ষে উভয়পক্ষের লোকজনই হতাহত হয়েছেন। সংঘর্ষের খবর পাওয়ার পরই পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ ঘটনায় দারা আদম খেল থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
গত কয়েক বছর ধরেই কয়লা খনি নিয়ে সানিখেল ও যারগুনখেল উপজাতিদের মধ্যে বিরোধ চলছে। স্থানীয়ভাবে এই বিরোধের সমাধানের চেষ্টা করলেও, তা আর সম্ভব হয়নি।
সংবাদ শিরোনাম ::
কয়লা খনি নিয়ে বিরোধে পাকিস্তানে উপজাতিদের সংঘর্ষ, নিহত ১৫
-
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ১১:১৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- 102
জনপ্রিয় সংবাদ