ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নিলয়-শারিকের হ্যাটট্রিকে বড় জয় ঊষার

নিলয়-শারিকের হ্যাটট্রিকে বড় জয় ঊষার

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার হকি লিগে বড় জয় পেয়েছে ঊষা ও পুলিশ। মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় হাসান যুবায়ের নিলয় এবং পাকিস্তানের মোহাম্মদ শারিকের হ্যাটট্রিকে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৮-২ গোলে হারিয়েছে ঊষা ক্রীড়া চক্র। অন্য ম্যাচে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাবকে ৬-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ পুলিশ।

ঊষার নিলয় ও শারিকের হ্যাটট্রিকের পাশাপাশি ভারতীয় অনিকেত গুরাভ জোড়া গোল করেন। বাংলাদেশ এসসির রাফিউল ইসলাম ও ভারতীয় প্রিন্স কুমার একটি করে গোল করেন। ষষ্ঠ ম্যাচে ঊষার এটি চতুর্থ জয়। পঞ্চম ম্যাচে তৃতীয় হার বাংলাদেশ এসসির।

খেলার দশম মিনিটে নিলয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় ঊষা। ১৩ মিনিটে প্রিন্স কুমারের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ এসসি।  দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে আবারও গোলের আনন্দ ঊষা শিবিরে। অভিজ্ঞ ফরোয়ার্ড নিলয়ের ফিল্ড গোলে স্কোর ২-১ করে দলটি। ২১ মিনিটে অনিকেত ফিল্ড গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১ এ।

মিনিট পরেই আবারও গোল উৎসব ঊষার। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ঊষাকে ৪-১ ব্যবধানে এগিয়ে নেন নিলয়। ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোর ৪-২ করেন বাংলাদেশ এসসির রাফিউল।

খেলার তৃতীয় কোয়ার্টারের ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ঊষার ভারতীয় মোহাম্মদ শারিক। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ৪৭ মিনিটে শারিক আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ঊষা এগিয়ে যায় ৬-২ গোলে। ৫৫ মিনিটে শারিকের পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। ৫৯ মিনিটে ঊষার হয়ে ম্যাচের অষ্টম গোলটি করেন অনিকেত।

দিনের দ্বিতীয় ম্যাচে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাবকে ৬-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ পুলিশ। পুলিশের অধিনায়ক মো. আব্দুল মালেক জোড়া গোল করেন। এছাড়া পুলিশের রেজাউল আহমেদ রাতুল, দুই ভারতীয় গুরজিৎ সিং ও দীপক প্যাটেল এবং পাকিস্তানের ইহতিসাম আসলাম একটি করে গোল করেন। সাধারণ বীমার হয়ে ভারতের আশু এক গোল শোধ দেন।

এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে ঊষা ও পুলিশের ম্যাচে হাতাহাতির ঘটনায় মঙ্গলবার দুপুরে জরুরি সভায় বসে ফেডারেশন। জরুরি সভা শেষে কমিটির চেয়ারম্যান মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান জানান, ‘ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর সংশ্লিষ্টদের চার ম্যাচ বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে।’ শাস্তি প্রদান প্রক্রিয়া সম্পর্কে কমিটির চেয়ারম্যান বলেন, ‘লিগ কমিটি নিবন্ধনকৃত খেলোয়াড়ের ওপরই শুধুমাত্র নিষেধাজ্ঞা প্রদান করতে পারে। সেই ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিলয়-শারিকের হ্যাটট্রিকে বড় জয় ঊষার

আপডেট সময় : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার হকি লিগে বড় জয় পেয়েছে ঊষা ও পুলিশ। মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় হাসান যুবায়ের নিলয় এবং পাকিস্তানের মোহাম্মদ শারিকের হ্যাটট্রিকে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে ৮-২ গোলে হারিয়েছে ঊষা ক্রীড়া চক্র। অন্য ম্যাচে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাবকে ৬-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ পুলিশ।

ঊষার নিলয় ও শারিকের হ্যাটট্রিকের পাশাপাশি ভারতীয় অনিকেত গুরাভ জোড়া গোল করেন। বাংলাদেশ এসসির রাফিউল ইসলাম ও ভারতীয় প্রিন্স কুমার একটি করে গোল করেন। ষষ্ঠ ম্যাচে ঊষার এটি চতুর্থ জয়। পঞ্চম ম্যাচে তৃতীয় হার বাংলাদেশ এসসির।

খেলার দশম মিনিটে নিলয়ের ফিল্ড গোলে এগিয়ে যায় ঊষা। ১৩ মিনিটে প্রিন্স কুমারের ফিল্ড গোলে সমতায় ফেরে বাংলাদেশ এসসি।  দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে আবারও গোলের আনন্দ ঊষা শিবিরে। অভিজ্ঞ ফরোয়ার্ড নিলয়ের ফিল্ড গোলে স্কোর ২-১ করে দলটি। ২১ মিনিটে অনিকেত ফিল্ড গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১ এ।

মিনিট পরেই আবারও গোল উৎসব ঊষার। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ঊষাকে ৪-১ ব্যবধানে এগিয়ে নেন নিলয়। ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে স্কোর ৪-২ করেন বাংলাদেশ এসসির রাফিউল।

খেলার তৃতীয় কোয়ার্টারের ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন ঊষার ভারতীয় মোহাম্মদ শারিক। চতুর্থ ও শেষ কোয়ার্টারে ৪৭ মিনিটে শারিক আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ঊষা এগিয়ে যায় ৬-২ গোলে। ৫৫ মিনিটে শারিকের পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। ৫৯ মিনিটে ঊষার হয়ে ম্যাচের অষ্টম গোলটি করেন অনিকেত।

দিনের দ্বিতীয় ম্যাচে সাধারণ বীমা কর্পোরেশন ক্লাবকে ৬-১ গোলের ব্যবধানে হারায় বাংলাদেশ পুলিশ। পুলিশের অধিনায়ক মো. আব্দুল মালেক জোড়া গোল করেন। এছাড়া পুলিশের রেজাউল আহমেদ রাতুল, দুই ভারতীয় গুরজিৎ সিং ও দীপক প্যাটেল এবং পাকিস্তানের ইহতিসাম আসলাম একটি করে গোল করেন। সাধারণ বীমার হয়ে ভারতের আশু এক গোল শোধ দেন।

এর আগে প্রিমিয়ার লিগের ম্যাচে ঊষা ও পুলিশের ম্যাচে হাতাহাতির ঘটনায় মঙ্গলবার দুপুরে জরুরি সভায় বসে ফেডারেশন। জরুরি সভা শেষে কমিটির চেয়ারম্যান মতিঝিল জোনের ডিসি হায়াতুল ইসলাম খান জানান, ‘ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখার পর সংশ্লিষ্টদের চার ম্যাচ বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে।’ শাস্তি প্রদান প্রক্রিয়া সম্পর্কে কমিটির চেয়ারম্যান বলেন, ‘লিগ কমিটি নিবন্ধনকৃত খেলোয়াড়ের ওপরই শুধুমাত্র নিষেধাজ্ঞা প্রদান করতে পারে। সেই ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’